সিরাজগঞ্জের তাড়াশে ইঞ্জিনচালিত তিন চাকার যানবাহনের (ভটভটি) সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার দোবিলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো. আনোয়ার হোসেন (৪০)। তিনি পাবনার চাটমোহর উপজেলার নলডাঙ্গা গ্রামের বাসিন্দা ছিলেন।
মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রবিউজ্জান তালুকদার জানান, আনোয়ার হোসেন তাঁর দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে চড়ে চলনবিলে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে তাঁরা তাড়াশ-নিমাইচড়া আঞ্চলিক সড়ক দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। তাঁরা উপজেলার দোবিলা উপস্বাস্থ্য কেন্দ্রের সামনে পৌঁছালে বৃষ্টিতে রাস্তা কাদা হয়ে যাওয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ভটভটির সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নিহত আনোয়ারের পরিবার তাঁর লাশ নিয়ে গেছে। তারা মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’