হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে গাড়ির চাপ বাড়লেও যানজট নেই

সিরাজগঞ্জ প্রতিনিধি

পরিবারের সঙ্গে ঈদ উদ্‌যাপনের জন্য রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। উত্তরাঞ্চলের জেলাগুলোর উদ্দেশে ছেড়ে যাওয়া পরিবহনের সংখ্যা বাড়লেও সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে কোনো যানজট দেখা যায়নি। ঈদুল ফিতরের মতো এবারও তেমন যানজট হচ্ছে না বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

আজ সোমবার দুপুর পর্যন্ত সড়কে ট্রাক, বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত প্রাইভেটকারে করেও মানুষকে যানজটমুক্ত সড়কে বাড়ি ফিরতে দেখা গেছে।

ঢাকা থেকে রাজশাহীগামী যাত্রী আরিফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আমি রাজশাহী যাব কিন্তু বাসের টিকিট পাইনি। বাধ্য হয়ে সিরাজগঞ্জের কড্ডার মোড় পর্যন্ত আসতে হয়েছে। এখানে অপেক্ষা করছি বাসের জন্য। তবে আসার পথে কোনো যানজট ছিল না। স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে মানুষ।’

চাঁপাইনবাবগঞ্জগামী যাত্রী মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘টিকিট পাইনি। একটা বাসে দাঁড়িয়ে থেকে সিরাজগঞ্জ পর্যন্ত আসছি। এখন নেমে বাস পাচ্ছি না। বাসের জন্য অপেক্ষা করছি।’

এ দিকে মহাসড়কের নিরাপত্তার স্বার্থে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা পর্যন্ত ২২ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ৮ শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবীর আজকের পত্রিকাকে বলেন, ‘এখন পর্যন্ত যানচলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও নেই যানজট। মানুষ স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে। তবে মহাসড়ক দিয়ে যান চলাচল বেড়েছে।’

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার