হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে অস্ত্র মামলায় ৪ যুবককে ১০ বছর করে কারাদণ্ড 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে অস্ত্র মামলায় চার যুবককে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জেসমিন আরা জাহান আসামিদের অনুপস্থিতে এ রায় দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মেঘুল্লা গ্রামের সোহরাব হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৫১), একই গ্রামের খবির উদ্দিনের ছেলে আসাদুল (৩২), এনায়েতপুর থানার আজুগড়া গ্রামের মৃত জয়নাল সরকারের ছেলে দুলাল সরকার (২৬), ও বেতিল চরের সেরাজ উদ্দিনের ছেলে জাকির হোসেন (২৬)।

মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ২ ফেব্রুয়ারি রাতে শাহজাদপুর থানা এলাকায় অবৈধ অস্ত্র, গুলি, বিস্ফোরক ও মাদক উদ্ধারে অভিযান চলায় পুলিশ। অভিযান চলাকালে পুলিশ খবর পায় তালগাছি বাজারে করতোয়া ডিগ্রি কলেজ গেটে অবৈধ অস্ত্র কেনাবেচা হচ্ছে। এমন অভিযোগে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের শরীর তল্লাশি চালিয়ে চারটি দেশীয় পাইপগান ও চারটি কারতুজের গুলি উদ্ধার করে।

এ ঘটনায় শাহজাদপুর থানার এসআই নাজমুল হক বাদী হয়ে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত এ রায় দেন।

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চোখ উপড়ানো নারীর পরিচয় শনাক্ত, ৮ ঘণ্টা পর কথিত প্রেমিক গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলাবাগান থেকে চোখ উপড়ানো নারীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু