হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি

পুলিশের দায়ের করা সংঘর্ষের মামলায় সিরাজগঞ্জের সদর উপজেলা বিএনপির সভাপতি রফিক সরকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ সদর উপজেলা আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে, বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এ রায় ঘোষণা করেন বিচারক কে. এম শাহরিয়ার শহীদ বাপ্পি। এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর আমলি আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) স্বপন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘২০২২ সালের ২ সেপ্টেম্বর পুলিশের দায়ের করা একটি সংঘর্ষের মামলায় রফিক সরকার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। পরে বিচারক জামিনের আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’ 

বিএনপির নেতার আইনজীবী ইন্দ্রজিত সাহা ও নাজমুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ২০২২ সালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান ঘিরে সংঘর্ষের ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করে। এই মামলায় এজাহারে বিএনপি নেতা রফিক সরকারের নাম ছিল না। চার্জশিটে তাঁর নাম অন্তর্ভুক্ত করা তিনি আজ (বুধবার) স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত জামিন না মঞ্জুর করে আদালতে পাঠিয়েছেন। 

এ দিকে বিএনপির নেতার মুক্তি দাবি করেছেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টুসহ নেতা-কর্মীরা।

গণঅধিকার পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চোখ উপড়ানো নারীর পরিচয় শনাক্ত, ৮ ঘণ্টা পর কথিত প্রেমিক গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলাবাগান থেকে চোখ উপড়ানো নারীর লাশ উদ্ধার