হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট চলছে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ বন্দরে দুই জেলার অনির্দিষ্টকালে ট্রাক ধর্মঘট শুরু করেছে ট্রাক মালিক সমিতি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে ট্রাকের ভাড়া বৃদ্ধি ও ট্রান্সপোর্টে দালালির নৈরাজ্য বন্ধের প্রতিবাদে এই ধর্মঘট করছে তারা। 

সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতি, পাবনা জেলার নগরবাড়ী ট্রাক মালিক সমিতি ও শাহজাদপুর ট্রাক মালিক সমিতির ডাকে রোববার সকাল থেকে এই এ কর্মবিরতি শুরু হয়। আজ সোমবার দ্বিতীয় দিনের ধর্মঘট পালন করছে ট্রাক শ্রমিক ও মালিকেরা। এতে করে ট্রাকে লোড আনলোড বন্ধ রয়েছে। 

কর্মবিরতি পালনকালে ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দকে ভাড়া বৃদ্ধির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে। 

এ সময় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মজনু সরকার ও সাংগঠনিক সম্পাদক আজমত মোল্লাসহ প্রমুখ। 

ট্রাক মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর থেকে এটাকে ইস্যু করে দেশে চাল, ডাল ডিমসহ প্রতিটি পণ্যের দাম বেড়েছে। বাস ভাড়া বৃদ্ধি হয়েছে অন্যান্য ভাড়া বৃদ্ধি হয়েছে কিন্তু ট্রাক পরিবহনের ভাড়া বৃদ্ধি হয়নি। এতে ট্রাক মালিকদের লোকসানে পড়তে হচ্ছে। এ বিষয় নিয়ে সুরাহা না হলে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করা হবে। 

এর আগে গত ২৫ আগস্ট শাহজাদপুররে বাঘাবাড়ী নৌ-বন্দরে ট্রাক মালিক সমিতির কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতি, পাবনা জেলার নগরবাড়ী ট্রাক মালিক সমিতি ও শাহজাদপুর ট্রাক মালিক সমিতির যৌথ সভায় এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩