হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের ট্রাক ধর্মঘট চলছে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী নৌ বন্দরে দুই জেলার অনির্দিষ্টকালে ট্রাক ধর্মঘট শুরু করেছে ট্রাক মালিক সমিতি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সমন্বয় করে ট্রাকের ভাড়া বৃদ্ধি ও ট্রান্সপোর্টে দালালির নৈরাজ্য বন্ধের প্রতিবাদে এই ধর্মঘট করছে তারা। 

সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতি, পাবনা জেলার নগরবাড়ী ট্রাক মালিক সমিতি ও শাহজাদপুর ট্রাক মালিক সমিতির ডাকে রোববার সকাল থেকে এই এ কর্মবিরতি শুরু হয়। আজ সোমবার দ্বিতীয় দিনের ধর্মঘট পালন করছে ট্রাক শ্রমিক ও মালিকেরা। এতে করে ট্রাকে লোড আনলোড বন্ধ রয়েছে। 

কর্মবিরতি পালনকালে ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দকে ভাড়া বৃদ্ধির দাবিতে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেছে। 

এ সময় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মজনু সরকার ও সাংগঠনিক সম্পাদক আজমত মোল্লাসহ প্রমুখ। 

ট্রাক মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর থেকে এটাকে ইস্যু করে দেশে চাল, ডাল ডিমসহ প্রতিটি পণ্যের দাম বেড়েছে। বাস ভাড়া বৃদ্ধি হয়েছে অন্যান্য ভাড়া বৃদ্ধি হয়েছে কিন্তু ট্রাক পরিবহনের ভাড়া বৃদ্ধি হয়নি। এতে ট্রাক মালিকদের লোকসানে পড়তে হচ্ছে। এ বিষয় নিয়ে সুরাহা না হলে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করা হবে। 

এর আগে গত ২৫ আগস্ট শাহজাদপুররে বাঘাবাড়ী নৌ-বন্দরে ট্রাক মালিক সমিতির কার্যালয়ে সিরাজগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতি, পাবনা জেলার নগরবাড়ী ট্রাক মালিক সমিতি ও শাহজাদপুর ট্রাক মালিক সমিতির যৌথ সভায় এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে ঢাকায় নেওয়ার পথে চক্র আটক, জরিমানা

সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

গণঅধিকার পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক