হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

লালন ফকিরের অনুষ্ঠান দেখতে বের হওয়ার পর যুবকের লাশ মিলল বাঁশ ঝাড়ে 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বাঁশ ঝাড় থেকে আরাফাত হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা–পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শাহজাহানপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক শাহজাহানপুর গ্রামের মরতুজ আলীর ছেলে। 

নিহতের দুলাভাই জাহাঙ্গীর বলেন, গতকাল সোমবার রাতে শাহজাহানপুর গ্রামে লালন ফকিরের একটি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠান দেখার জন্য সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হন আরাফাত হোসেন। পরে অনুষ্ঠান শেষ হয়ে গেলে সবাই বাসায় ফিরলেও আরাফাত আর বাসায় ফেরেননি। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে গতকাল দিবাগত রাত প্রায় ৩টার দিকে আরাফাতের লাশ একটি বাঁশ ঝাড়ে পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা পালিয়ে গেছেন। পরে আজ সকালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহজাহানপুর গ্রামে একটি বাঁশ ঝাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩