হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

লালন ফকিরের অনুষ্ঠান দেখতে বের হওয়ার পর যুবকের লাশ মিলল বাঁশ ঝাড়ে 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বাঁশ ঝাড় থেকে আরাফাত হোসেন (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা–পুলিশ। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শাহজাহানপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবক শাহজাহানপুর গ্রামের মরতুজ আলীর ছেলে। 

নিহতের দুলাভাই জাহাঙ্গীর বলেন, গতকাল সোমবার রাতে শাহজাহানপুর গ্রামে লালন ফকিরের একটি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠান দেখার জন্য সন্ধ্যার সময় বাড়ি থেকে বের হন আরাফাত হোসেন। পরে অনুষ্ঠান শেষ হয়ে গেলে সবাই বাসায় ফিরলেও আরাফাত আর বাসায় ফেরেননি। পরে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে গতকাল দিবাগত রাত প্রায় ৩টার দিকে আরাফাতের লাশ একটি বাঁশ ঝাড়ে পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা পালিয়ে গেছেন। পরে আজ সকালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম আজকের পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাহজাহানপুর গ্রামে একটি বাঁশ ঝাড়ে মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চোখ উপড়ানো নারীর পরিচয় শনাক্ত, ৮ ঘণ্টা পর কথিত প্রেমিক গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলাবাগান থেকে চোখ উপড়ানো নারীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু