হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

এনায়েতপুর থানায় ১৫ পুলিশ হত্যা: যুবলীগ নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৫ পুলিশ হত্যা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুট মামলায় আইয়ুব আলী শেখ নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে থানার কেজি মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আইয়ুব আলী এনায়েতপুর থানার মণ্ডলপাড়া গ্রামের মৃত সন্তেষ আলী শেখের ছেলে। তিনি এনায়েতপুর থানা যুবলীগের সাবেক কার্যকরী কমিটির সদস্য ও থানা যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানী বলেন, এনায়েতপুর থানায় হামলা চালিয়ে পুলিশ হত্যা, ভাঙচুর, অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলায় আইয়ুব আলীকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এনায়েতপুর থানার ১৫ পুলিশকে পিটিয়ে হত্যা ও থানা ভবনে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ছয় হাজার ব্যক্তিকে আসামি করে গত ২৬ আগস্ট রাতে এনায়েতপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় গতকাল যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়।

তাড়াশে অবৈধভাবে পুকুর খনন, ঠিকাদারকে জরিমানা

স্ত্রী হত্যার প্রধান আসামি যুবদল নেতা গ্রেপ্তার

সরকারি চাল কালোবাজারি, আটকের পর টাকার বিনিময়ে ছাড়ার অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে

সিরাজগঞ্জে পুকুর থেকে অজ্ঞাতনামা শিশুর লাশ উদ্ধার

মাটিবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: সিরাজগঞ্জে নতুন কমিটিকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে ৫০ নেতার পদত্যাগ

সিরাজগঞ্জে খালে ভাসছিল বৃদ্ধের লাশ

থানায় কর্মরত অবস্থায় অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

জামায়াত মুক্তিযুদ্ধে গণহত্যা চালিয়েছে: টুকু

নারী ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যা, যুবদল নেতা স্বামী পলাতক