হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ঝুঁকি নিয়ে ঘরমুখী মানুষের যমুনা পাড়ি  

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

আর এক দিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছে অনেকে ৷ সড়ক পথে চাপ থাকায় ঘরমুখী মানুষের চাপ বেড়েছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার নদীপথে ৷ এই পথে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন তারা ৷ এতে যেকোনো সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা ৷ 

অনেকেই সারা বছর বাড়িতে না এলেও নাড়ির টানে দুটি ঈদে বাড়িতে আসে পরিবার-পরিজনের সঙ্গে মিলেমিশে ঈদের আনন্দ ভাগ করে নিতে। তখন আনন্দ হয় নিরানন্দ ৷ আবার অনেকের বাড়ি নদীর মাঝে চরে হওয়ায় বাধ্য হয়েই পাড়ি দিতে হয় যমুনা ৷ যার ফলে নিজ উপজেলায় পা দেওয়ার পরেই শুরু হয় জীবনের চরম ঝুঁকি। 

সরেজমিনে দেখা গেছে, উপজেলার চরজাজুরিয়া, আজিমুদ্দিন মোড়, জোতপাড়া, ভূতের মোড়, এনায়েতপুর নৌঘাটসহ অসংখ্য স্পট থেকে নৌকাযোগে বাড়ি ফিরছে যাত্রীরা। নৌকার মাঝিরাও লাভের আশায় অতিরিক্ত যাত্রী নিয়ে পাড়ি জমাচ্ছেন নিজ গন্তব্যে। 

উপজেলার হাপানিয়া চরের জাকির হোসেন বলেন, ঈদের মধ্যে মানুষজন গ্রামের বাড়িতে আসে আনন্দ করতে, কিন্তু প্রায়ই যমুনায় ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা ৷ এর আগেও ঈদের পরেরদিন বেড়াতে যাওয়ার সময় নৌকাডুবির ঘটনায় বেশ কয়েকজন মারা গিয়েছিল। 
 
হাটাইল চরের বাসিন্দা মো. বেলাল হোসেন বলেন, ইঞ্জিনচালিত ছোট-বড় নৌকায় করে যমুনা পাড়ি দিতে অনেক সময় ঘটে দুর্ঘটনা। 

যমুনা পাড়ি দিতে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাও কম নয়। ধনিকশ্রেণির মানুষ নৌকা রিজার্ভ করে নিয়ে গেলেও গরিব মানুষগুলো ভাড়ায়চালিত নৌকায় পার হচ্ছে। এদিকে বেশি টাকার আশায় কিছু মাঝি অতিরিক্ত যাত্রী নিয়ে পাড়ি দিচ্ছে যমুনা। ফলে ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। 

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চিঠির মাধ্যমে বিকেল ৪ ঘটিকায় নৌকা চলাচল বন্ধ, অতিরিক্ত যাত্রী পরিবহন নিষিদ্ধ, পর্যাপ্ত লাইফ জ্যাকেট রাখাসহ মাঝিদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সার্বক্ষণিক নৌ-পুলিশ টহলে আছে বলে তিনি জানান।

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩