সিরাজগঞ্জে যুবদলের নেতা সোহানুর রহমান হত্যা মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুর রহমানকে ৫ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্লাল হোসেন ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন করির ও জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার এই তথ্য নিশ্চিত করেছেন।
ওসি হুমায়ুন করির আজকের পত্রিকাকে বলেন, ‘গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন জেলা যুবদলের সহ সভাপতি সোহানুর রহমান রঞ্জু। এই ঘটনায় দায়ের করা মামলার সাবেক পিপি আব্দুর রহমান এজাহারভুক্ত আসামি।’
এর আগে গত ১০ নভেম্বর দুপুরে ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জয় বাংলা স্লোগান দিয়ে গণপিটুনির শিকার হন আব্দুর রহমান। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তাকে সিরাজগঞ্জে আনা হয়।