হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বাবাসহ কৃষক লীগ নেতাকে হত্যা মামলার ৪ আসামি কারাগারে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া কৃষক লীগ নেতা ও তাঁর বাবাকে হত্যা মামলার চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে চার আসামি সিরাজগঞ্জ উল্লাপাড়া আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে, আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

এ রায় ঘোষণা করেন বিচারক বিল্লাল হোসেন। এই তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোস্তফা কামাল। তিনি বলেন, ‘এর আগে আসামিরা হাইকোর্ট থেকে দুই সপ্তাহের আগাম জামিন নেন। সোমবার তাদের জামিনের মেয়াদ শেষ হলে আজ (বুধবার) তাঁরা আদালতে আত্মসমর্পণ করে করে জামিনের আবেদন করেন।’ 

বাবা-ছেলে হত্যা মামলার আসামিরা হলেন—মোহনপুর ইউনিয়নের এলংজানি গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে ঠান্ডু মোল্লা (৫২), একই এলাকার সাত্তার মোল্লার ছেলে চাঁদ মোল্লা (৪২), ওসমান সরকারের ছেলে আনছার আলী (৫৬), আজগর আলীর বাবা রুহুল আমীন (৩২। 

নিহতেরা হলেন—উপজেলার মোহনপুর ইউনিয়নের কৃষক লীগ নেতা জামাল উদ্দিন প্রামাণিক (৫০) ও তাঁর বাবা মোশারফ প্রামাণিক (৭০)। এ ঘটনায় নিহত মোয়াজ্জিন মোশারফ প্রামাণিকের ছেলে ও মোহনপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বাবলু হোসেন বাদী হয়ে ৪৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করে উল্লাপাড়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল উল্লাপাড়ায় উপজেলার মোহনপুর ইউনিয়নের দত্তপাড়া এলংজানি গ্রামের মসজিদের পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ওয়ার্ড কৃষক লীগ নেতা জামাল উদ্দিন প্রামাণিক নিহত হন। এ সময় জামাল উদ্দিনের বাবা, মসজিদের মোয়াজ্জিন মোশারফ প্রামাণিকসহ অন্তত ১০ জন আহত হন। গত ২৮ এপ্রিল বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মোয়াজ্জিন মোশারফ প্রামাণিকেরও মৃত্যু হয়।

গণঅধিকার পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চোখ উপড়ানো নারীর পরিচয় শনাক্ত, ৮ ঘণ্টা পর কথিত প্রেমিক গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলাবাগান থেকে চোখ উপড়ানো নারীর লাশ উদ্ধার