সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৩১ জন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. রামপদ রায়।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ১১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪০ দশমিক ৭০ শতাংশ।
নতুন আক্রান্তদের মধ্যে সিরাজগঞ্জ সদরের ৬০ জন, রায়গঞ্জে ১৪ জন, শাহজাদপুরে ৭ জন, কাজীপুরে ১৮ জন, কামারখন্দে ৩ জন, উল্লাপাড়ায় ১১ জন ও বেলকুচিতে ৩ জন। এ নিয়ে সিরাজগঞ্জ জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ১৭০। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ জন আর সুস্থ হয়েছেন ৩ হাজার ৭০৪ জন।
ডা. রামপদ রায় জানান, করোনার সংক্রামণ রোধে সরকারঘোষিত যে লকডাউন চলছে, তা সবাইকে মানতে হবে। মাস্ক ব্যবহার করতে হবে এবং জনসমাগম এড়িয়ে চলতে হবে।