হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে হেরোইন রাখার দায়ে ২ যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি

হেরোইন রাখার দায়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ (২য় আদালত) আদালতের বিচারক মো. আবুল বাশার মিঞা এই কারাদণ্ডের আদেশ দেন। 

দণ্ডপ্রাপ্তরা হলেন—সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গ্রামের মোখলেছ আলীর ছেলে রনি (২৭) এবং একই গ্রামের হাচেন আলী সরদারের ছেলে মো. আজিম (৩০)। 

সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি জেবুন্নেছা এ তথ্য নিশ্চিত করেছেন। 

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ২৩ অক্টোবর উল্লাপাড়ায় মাদকবিরোধী অভিযান চালায় উল্লাপাড়া পুলিশ। দুপুরে পুলিশের কাছে খবর আসে, পল্লী বিদ্যুৎ সমিতির সামনে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় রনি ও আজিম নামে দুই যুবককে আটক করে পুলিশ। পরে তাঁদের শরীর তল্লাশি চালিয়ে ৪৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। 

এ ঘটনায় উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। সাক্ষ্য-প্রমাণ শেষে আজ আদালতের বিচারক দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩