হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

স্ত্রী হত্যার দায়ে সিরাজগঞ্জে যুবকের আমৃত্যু কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি  

রায় ঘোষণার পর রূপ কুমার চন্দ্র সরদারকে কারাগারে পাঠানো হয়। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রী হত্যার দায়ে রূপ কুমার চন্দ্র সরদারকে (৩১) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২-এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রূপ কুমার চন্দ্র সরদার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিনোদবাড়ি গ্রামের গোপাল চন্দ্র সরদারের ছেলে।

নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২-এর পিপি মাসুদুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মামলার তিন আসামির মধ্যে আদালতে দুই আসামি উপস্থিত ছিলেন। একজনকে আমৃত্যু কারাদণ্ড ও আসামি ভাজেল রানী সরদারকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মামলা চলাকালে মৃত্যু হওয়ায় অপর আসামি শ্যামল চন্দ্র সরকারকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১৬ সালে রূপ কুমার চন্দ্র সরদারের সঙ্গে বগুড়ার শেরপুর উপজেলার দলিল গ্রামের অনিল চন্দ্র সরদারের মেয়ে ববিতা রানী সরদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে রূপ কুমার ১ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন। এরই জেরে ২০১৬ সালের ৯ নভেম্বর রূপ কুমার তাঁর স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মামলা করেন।

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩