হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ার কামারপল্লির ব্যস্ততা বেড়ে গেছে

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

ঈদুল আজহা ঘিরে ব্যস্ততা বেড়ে গেছে কামারপল্লির। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টু–টাং শব্দে মুখরিত এখন উল্লাপাড়ার কামারপল্লি। উপজেলার প্রত্যন্ত এলাকা থেকে অনেকেই দা, বঁটি, ছুরি, কাটারি প্রস্তুত করতে ছুটছেন কামারপাড়ায়। পুরোনো দা-বঁটি আগুনে পুড়িয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে তা আবার নতুনরূপে তৈরি করে দিচ্ছেন তাঁরা। অনেকে নতুন প্রস্তুত করা জিনিস কামারদের সঙ্গে দামাদামি করে কিনে নিয়ে যাচ্ছেন।

কোমলেশ কর্মকার বলেন, ‘আর কয়েক দিন পর কোরবানির ঈদ। আর এই ঈদে গরুর মাংস প্রস্তুত করার জন্য ধারালো দা, বঁটি, ছুরি, কাটারির দরকার হয়। এই সময়ে অনেকে পুরোনো জিনিস ধার দিতে নিয়ে আসেন। কেউবা আমার প্রস্তুত করা নতুন জিনিস কিনে নিয়ে যান। তবে বর্তমানে করোনার কারণে বেচা–বিক্রি আগের চেয়ে কম। পশুর হাট এখনো সেভাবে বসেনি। তাই অনেকেই এখনো পশু কিনতে পারেননি।’

কামারপল্লিতে কাটারি কিনতে আসা সবুজ মিয়া বলেন, ‘প্রতিবছরের মতো এ বছরও গরু কোরবানি করব। তাই মাংস প্রস্তুত করার জন্য ধারালো অস্ত্রের প্রয়োজন। তবে এবারে জিনিসের দাম একটু বেশি।’ বড় ছুরি ৭০০, ছোট ছুরি ৩০ থেকে ৫০ টাকা ও কাটারি বড়–ছোট ভিত্তিতে ৪০০ থেকে ৫০০ টাকা দরে বিক্রি করা হচ্ছে বলে জানান তিনি।

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩