হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

জমজমাট পশুর হাট, ছত্রভঙ্গ করে দিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

প্রতিনিধি, কাজিপুর (সিরাজগঞ্জ) 

বর্তমান করোনা পরিস্থিতিতে সরকারের দেওয়া বিধিনিষেধ উপেক্ষা করে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নাটুয়ারপাড়ায় পশুর হাট বসিয়েছিলেন হাট কর্তৃপক্ষ। খবর পেয়ে সিরাজগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজিবি সদস্যদের নিয়ে সেখানে অভিযান চালান। পরে পশুর হাটটি ভেঙে দেওয়া হয় এবং হাটে স্বাস্থ্যবিধি না মানায় তিনজনকে বিভিন্ন অঙ্কে জরিমানা করা হয়েছে। 

জানা গেছে, উপজেলার চরাঞ্চল নাটুয়ারপাড়াতে প্রতি শনিবার পশুর হাট বসে। বর্তমান করোনা পরিস্থিতিতে সরকার সব পশুর হাট বন্ধ করে দিয়েছে। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে ভয়াবহ সংক্রমণ পরিস্থিতিতেও জমজমাট পশুর হাট বসায় কর্তৃপক্ষ। সেখানে স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না। পরে প্রশাসন খবর পায়। 

আজ বেলা ১২টায় সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান বিজিবি সদস্যদের নিয়ে ওই হাটে অভিযান চালান। প্রশাসনের অভিযানের সময় হাটের ক্রেতা–বিক্রেতা এদিক-ওদিক পালাতে থাকে। এ সময় স্বাস্থ্যবিধি না মানায় তিনজনকে জরিমানা করা হয়। 

তবে নিষেধাজ্ঞার মধ্যে হাট বসানোর দায় অস্বীকার করেছেন হাটটির ইজারাদার নাটুয়ারপাড়া ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান চাঁন। তাঁর দাবি, এই করোনা পরিস্থিতিতে পশুর মালিকেরাই নিজেদের মতো হাটে গরু এনেছে। ক্রেতা–বিক্রেতারা এসে ভিড় করেছে। 

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট লিয়াকত সালমান জানান, খবর পেয়ে বিজিবি নিয়ে ওই হাটে অভিযান চালিয়ে ছত্রভঙ্গ করে দিই। হাট কর্তৃপক্ষকে সাবধান করে দেওয়া হয়েছে। পরবর্তীতে এ রকম কাজ করলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

অভিযানে সহযোগিতা করেন, বিজিবি কমান্ডার এমদাদুল, নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিপ্লব মণ্ডলসহ ফাঁড়ির পুলিশ সদস্যরা। 

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩