হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

তাড়াশে পল্লী বিদ্যুৎ সমিতির প্রায় ২ কোটি টাকার বিল বকেয়া 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকদের গত বছরের প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বকেয়া বিল তুলতে পুরো উপজেলায় মাইকিং করা হচ্ছে। উপজেলা সদরসহ বিভিন্ন গ্রামের গ্রাহকেরা এই বকেয়া করে রেখেছেন। 

তাড়াশ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিস সূত্রে জানা গেছে, শতভাগ বিদ্যুতের উপজেলা তাড়াশে পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় উপজেলার আট ইউনিয়ন ও একটি পৌরসভায় তাদের প্রায় ৬১ হাজার গ্রাহক রয়েছেন। কিন্তু গত বছর গ্রাহকেরা প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ না করে বকেয়া রেখেছেন। এই বকেয়া বিল তুলতে পৌর শহরসহ বিভিন্ন স্থানে সতর্কতামূলক মাইকিং শুরু করা হয়েছে। 

এতে জানানো হচ্ছে, আগামী ১০ কার্যদিবসের মধ্যে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ না করলে বিল বকেয়া রাখার দায়ে গ্রাহকদের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। 

এ প্রসঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির তাড়াশ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আশরাফ আলী খান বলেন, সারা বছর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার পরও গ্রাহকেরা বিদ্যুৎ বিল বকেয়া রেখেছেন। বিষয়টি দুঃখজনক। এ জন্য বিদ্যুৎ বিল বকেয়া রাখা গ্রাহকদের জন্য সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে। 

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে ঢাকায় নেওয়ার পথে চক্র আটক, জরিমানা

সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

গণঅধিকার পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক