হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

এনায়েতপুর থানায় লুট: পুকুর সেচে উদ্ধার হলো অস্ত্র 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে সরকার পতন আন্দোলনে এনায়েতপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র দুটি উদ্ধার করা হয়েছে। টানা দুই দিন পুকুর সেচে আজ বৃহস্পতিবার দুপুরে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

যৌথ বাহিনীর উদ্যোগে উদ্ধার হওয়া অস্ত্র দুটির একটি চায়নিজ রাইফেল, অন্যটি শটগান। পানি সেচে একটি গ্যাস শেল, একটি ওয়ারলেস ও দুই রাউন্ড শটগানের গুলি উদ্ধার হয়েছে। ধারণা করা হচ্ছে, অস্ত্র লুটের পর দুর্বৃত্তরা পুকুরে ফেলে দেয়।

সিরাজগঞ্জের সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত লে. কর্নেল নাহিদ-আল-আমীন বলেন, ‘যৌথ বাহিনীর উদ্যোগে এনায়েতপুর থানাসংলগ্ন পুকুর সেচে দুটি অস্ত্র, একটি ওয়ারলেস ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।’

এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সাতটি অস্ত্র উদ্ধার করা হলেও এখনো ৯টি অস্ত্র এবং ৯১১ বিভিন্ন ধরনের গোলাবারুদ লুটের তালিকায় রয়েছে।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট সরকার পতন আন্দোলনে এনায়েতপুর থানায় অগ্নিসংযোগ, ভাঙচুর ও কমপক্ষে ১৬টি অস্ত্র লুটের ঘটনা ঘটে। ওই সময় দুর্বৃত্তদের হামলায় ১৫ পুলিশ সদস্য নিহত হন। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের চার নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৬ হাজার ব্যক্তির বিরুদ্ধে এনায়েতপুর থানায় মামলা হয়েছে। পুলিশ বাদী হয়ে মামলাটি করে।

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩