হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বেড়েছে যমুনা নদীর পানি, নতুন এলাকা প্লাবিত

সিরাজগঞ্জ প্রতিনিধি

পাহাড়ি ঢল ও ভারী বর্ষণের কারণে যমুনা নদীর পানি বেড়েছে। তাতে বেশ কিছু নতুন এলাকা প্লাবিত হয়েছে। তবে আগামী দু-এক দিনের মধ্যে পানি কমতে শুরু করবে বলে মনে করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

টানা পাঁচ দিন যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এই সময়ে কাজীপুর পয়েন্টে ৯৩ ও শহর রক্ষা বাঁধ এলাকায় ৯০ সেন্টিমিটার পানি বেড়েছে। তাতে নদীর তীরবর্তী অঞ্চল পানিতে তলিয়ে যাচ্ছে। যমুনা নদীর পানি বাড়লেও এখনো বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিরাজগঞ্জ পাউবোর পানি পরিমাপক হাসানুজ্জামান বলেন, টানা পাঁচ দিন যমুনা নদীর কাজীপুর ও সদরে পানি বেড়েই চলেছে। ৫ অক্টোবর কাজীপুরে ১৪ সেন্টিমিটার, ৬ অক্টোবর ২৯ সেন্টিমিটার, ৭ অক্টোবর ৩২ সেন্টিমিটার, ৮ অক্টোবর ৯ সেন্টিমিটার এবং আজ বুধবার ৯ সেন্টিমিটার পানি বেড়েছে।

একই সময়ে ৫ অক্টোবর সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় ১২ সেন্টিমিটার, ৬ অক্টোবর ২৫ সেন্টিমিটার, ৭ অক্টোবর ৩৩ সেন্টিমিটার, ৮ অক্টোবর ১৪ সেন্টিমিটার এবং আজ ৯ অক্টোবর ৬ সেন্টিমিটার পানি বেড়েছে।

হাসানুজ্জামান আরও বলেন, পানি বাড়লেও কাজীপুর মেঘাই ঘাট পয়েন্টে বিপৎসীমার ২১৩ এবং সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্ট এলাকায় ১৮৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জ পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী রণজিৎ কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে যমুনা নদীতে পানি বাড়ছে। তাতে ভয় পাওয়ার কিছু নেই। কাল-পরশু থেকে পানি কমতে শুরু করবে।

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে ঢাকায় নেওয়ার পথে চক্র আটক, জরিমানা

সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

গণঅধিকার পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক