হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে হাতুড়িপেটা-কুপিয়ে যুবককে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি  

নিহত বিপুল সরকার। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুরে বাঁশের মাচা তৈরিকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে বিপুল সরকার (৩৫) নামের এক যুবককে হাতুড়িপেটা ও হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আজ শনিবার দুপুরে নিহত যুবকের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে শাহজাদপুর উপজেলা সদরের রামবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বিপুল সরকার ওই গ্রামের মৃত মাজেদ সরকারের ছেলে।

নিহত বিপুলের বড় ভাই নুরুজ্জামান অভিযোগ করে বলেন, এলাকার ২৫-৩০ জন ব্যক্তি মাদকের কারবার ও সেবনের সঙ্গে জড়িত। এসব ঠেকাতে পাহারা দেওয়ার জন্য বিপুল ওই বাঁশের মাচা তৈরির চেষ্টা করছিলেন। মাদক কারবারিরা এতে বাধা দেন।

এ নিয়ে দ্বন্দ্বের জেরে গতকাল রাত ৮টার দিকে মাদক কারবারিরা বিপুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও হাঁসুয়া দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, ‘সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বিপুলের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, একটি বাঁশের মাচা তৈরি করা নিয়ে দ্বন্দ্বের কারণে বিপুলকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩