সিরাজগঞ্জের কামারখন্দে মশার কয়েলের আগুন থেকে গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় এক কৃষকের পাঁচটি গরু দগ্ধ হয়েছে। আগুন নেভাতে গিয়ে মালিক মো. খোকা আকন্দ (৫৫) গুরুতর দগ্ধ হন। তাঁকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার গভীর রাতে উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের ধলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
গরুর মালিকের ভাই শফিকুল ইসলাম শফি বলেন, কয়েল থেকে গোয়ালে আগুন ছড়িয়ে পড়ে পাঁচটি গরু দগ্ধ হয়। এর মধ্যে একটি গাভি মারা গেছে, দুটি গরু জবাই করা হয়েছে আর তিনটি গুরুতর আহত অবস্থায় রয়েছে। তা ছাড়া তাঁর বড় ভাই খোকা আকন্দ আগুন নেভাতে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আগুনে তাঁর ভাইয়ের প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. আব্দুস সালাম আজকের পত্রিকাকে বলেন, ধারণা করা হচ্ছে, মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত।