সিরাজগঞ্জের বেলকুচিতে পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলা প্রশাসন এ নির্দেশনা দিয়েছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলকুচি উপজেলার ৩ নম্বর ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বেলকুচি উপজেলা জনপ্রতিনিধি ফোরাম আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মুকুন্দগাতী বাস টার্মিনাল এলাকায় মানববন্ধনের ঘোষণা দেয়। এদিকে বেলকুচি উপজেলা ও পৌর ছাত্রলীগ একই দিনে একই স্থানে মাদকবিরোধী বিক্ষোভ ডাকায় প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, একই দিনে এবং একই স্থানে দুই পক্ষ কর্মসূচি দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।