হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

দেশে সংখ্যালঘু-সংখ্যাগুরু নেই, সবাই বাংলাদেশের নাগরিক: উপদেষ্টা আসিফ নজরুল

সিরাজগঞ্জ প্রতিনিধি

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, সংস্কৃতি, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, ‘এ দেশে কেউ সংখ্যালঘু না, সংখ্যাগুরু না। আমরা সবাই বাংলাদেশি নাগরিক। সবাই সমান মর্যাদা ও অধিকার নিয়ে থাকব, সবাই সবার ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করব।’

আজ শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ কেন্দ্রীয় শ্রীশ্রী মহাপ্রভুর মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথাগুলো বলেন। 

এর আগে জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত রবীন্দ্র কাছারি বাড়ি পরিদর্শন করেন উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

ড. আসিফ নজরুল বলেন, ‘দু-এক সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হবে। এই ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম জুলাই-আগস্ট পৈশাচিক গণহত্যার প্রচুর আলামত সংগ্রহ করেছে, গণহত্যার বিচার শুরু হলে আমাদের সব দ্বিধা, প্রশ্ন কেটে যাবে।’ 

হত্যা মামলার আসামিদের আকস্মিক জামিন হওয়ার বিষয়ে এই উপদেষ্টা বলেন, ‘আমরা সবার ন্যায়বিচার নিশ্চিতের প্রশ্নে বদ্ধপরিকর। জামিন প্রশ্নে আমি শিগগিরই মন্ত্রণালয়ে প্রেস ব্রিফিংয়ে কথা বলব।’ 

কেন্দ্রীয় শ্রীশ্রী মহাপ্রভুর মন্দিরে দুর্গাপূজা পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার মো. ফারুখ হোসেন, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমুর কানু, সাবেক সাধারণ সম্পাদক ওমর কৃষ্ণ দাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ঈশান প্রমুখ।

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩