হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

৩৫ মণের বান্টিকে বিক্রি করে হজে যাবেন মতিন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি  

৩৫ মণ ওজনের গরু বান্টি। ছবি: আজকের পত্রিকা

কোরবানির পশুর হাটে বিক্রির জন্য সিরাজগঞ্জের বেলকুচিতে প্রস্তুত করা হয়েছে ৩৫ মণ ওজনের একটি গরু। উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া নতুনপাড়া এলাকার কসমেটিকস ও ফুল ব্যবসায়ী আব্দুল মতিন প্রায় ৩ বছর ধরে পরিবারের সদস্যদের মতোই মায়া-মমতায় লালন-পালন করছেন ফ্রিজিয়ান জাতের গরুটি। শান্ত স্বভাবের এ গরুর নাম মালিক শখ করে রেখেছেন ‘বান্টি’।  

জানা গেছে, আব্দুল মতিনের পালিত ৬ ফুট উচ্চতা, প্রস্থ ১১ ফুট, ৩৫ মণ ওজনের বান্টি নামের গরুটি উপজেলার সবচেয়ে বড় গরু। বিশাল দেহের হলেও তাকে সামলাতে কোনো রকম কষ্ট পোহাতে হয় না। কারণ, লালন-পালনকারী ও মালিকের কথার বাইরে যায় না এই গরু। বান্টিকে গমের ভুসি, ছোলার ভুসি, অ্যাংকরের ভুসি, খেসারি ভুসি, ভুট্টার ছাতু, গমের ছাতু, পায়রার ছাতু, ধান ভাঙানো গুঁড়া, চিড়া, গুড়, কলা, শাকসবজি, দেশীয় ঘাসসহ নানান প্রাকৃতিক খাবার খাইয়ে এবারের কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে গরুটির দাম ৯ লাখ ৫০ হাজার টাকা উপহার হিসেবে থাকছে ৩৫ কেজির একটি খাসি। এমনটাই বলছেন গরুটির মালিক আব্দুল মতিন। কখনো কখনো বাইরে বের করা হলে ভিড় জমে উৎসুক জনতার।

আব্দুল মতিন বলেন, ‘তিন বছর ধরে ফ্রিজিয়ান জাতের এ গরু লালন-পালন করছি। হজে যাওয়ার কিছু গচ্ছিত টাকা দিয়ে কিনেছিলাম গরুটি। গরুটি বিক্রি হলেই সামনে হজে যাব। গরুটি খুবই শান্ত এবং আমরা যা বলি সেটাই শোনে, তাই শখ করে তার নাম রেখেছি ‘বান্টি’। বান্টিকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে প্রস্তুত করা হয়েছে। প্রতিদিন তার খাদ্য লাগে ৯০০ থেকে ১ হাজার টাকার। বান্টির ওজন ৩৫ মণ ও উচ্চতা ৬ ফুট। আসন্ন কোরবানির ঈদে বান্টিকে বিক্রির জন্য হাটে নিব, দাম চাচ্ছি ৯ লাখ ৫০ হাজার টাকা।’

গরুটির পরিচর্যাকারী আব্দুল খালেক সরকার বলেন, ‘গরুটাকে আমি নিজের সন্তানের মতো বড় করেছি। তিন বছর ধরে প্রতিদিন নিয়ম করে খাওয়ানো, গোসল করানো, পরিচর্যা করেছি। কখনো কৃত্রিম কিছু খাওয়াইনি। কলা, শাকসবজি, খৈল, ভুসি, চালের খুদ, ভুট্টা আর ঘাস খাইয়ে ওকে বড় করেছি।’

স্থানীয় বাসিন্দা জেলহক মোল্লা বলেন, বান্টি নামের গরুটি খুব যত্ন করে লালন-পালন করেছেন আব্দুল মতিন। পুরোপুরি প্রাকৃতিক পদ্ধতিতে লালন-পালন করেছেন। বেলকুচি উপজেলায় এটি সবচেয়ে বড় গরু। এবারের কোরবানির হাটে বান্টি সাড়া ফেলবে।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুল হক জানান, ‘বান্টি নামের গরুটিকে আব্দুল মতিন প্রাকৃতিক খাবার খাইয়ে প্রস্তুত করেছেন। তিনি সব সময় এ গরুর লালন-পালন বিষয়ে আমাদের কাছ থেকে পরামর্শ নিয়েছেন। কোরবানির জন্য উপযুক্ত আব্দুল মতিনের পালিত গরুটি। বেলকুচি উপজেলায় এটি সবচেয়ে বড় গরু, যা কোরবানির হাটে সাড়া ফেলবে।’

তাড়াশে অবৈধভাবে পুকুর খনন, ঠিকাদারকে জরিমানা

স্ত্রী হত্যার প্রধান আসামি যুবদল নেতা গ্রেপ্তার

সরকারি চাল কালোবাজারি, আটকের পর টাকার বিনিময়ে ছাড়ার অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে

সিরাজগঞ্জে পুকুর থেকে অজ্ঞাতনামা শিশুর লাশ উদ্ধার

মাটিবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: সিরাজগঞ্জে নতুন কমিটিকে ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়ে ৫০ নেতার পদত্যাগ

সিরাজগঞ্জে খালে ভাসছিল বৃদ্ধের লাশ

থানায় কর্মরত অবস্থায় অসুস্থ, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু

জামায়াত মুক্তিযুদ্ধে গণহত্যা চালিয়েছে: টুকু

নারী ইউপি সদস্যকে শ্বাসরোধে হত্যা, যুবদল নেতা স্বামী পলাতক