হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

প্রতিবেশীর বউকে নিয়ে পালানোর অভিযোগ ছেলের বিরুদ্ধে, মায়ের আত্মহত্যা 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে ফিরোজ আহমেদ (৩০) নামে এক যুবকের বিরুদ্ধে প্রতিবেশীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপমান সহ্য করতে না পেরে কীটনাশক পানে আত্মহত্যা করেছেন তাঁর মা ফিরোজা খাতুন (৪২)। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের বিন্নাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় তাড়াশ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। বিষয়টি তাড়াশ থানার ওসি মো. ফজলে আসিক নিশ্চিত করেছেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ছেলে ফিরোজ আহমেদ এক প্রতিবেশীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অপমান সহ্য করতে না পেরে তাঁর মা আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

এ প্রসঙ্গে প্রতিবেশী সাবেক ইউপি সদস্য আব্দুল করিম বলেন, বিন্নাবাড়ী গ্রামের মোমিনুর রহমানের স্ত্রী ফিরোজা খাতুন তাঁর ভাইয়ের মেয়ের সঙ্গে ছেলে ফিরোজ আহমেদকে বিয়ে দেন। এক সপ্তাহ আগে প্রতিবেশীর স্ত্রীকে নিয়ে তাঁর ছেলে পালিয়ে যাওয়ায় ফিরোজা খাতুন হতাশায় ভুগছিলেন। ওই ঘটনায় মান-অপমান আর হতাশায় তিনি বৃহস্পতিবার দুপুরে কীটনাশক পান করেন। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাটোর হাসপাতালের নেওয়ার পথে তিনি মারা যান। 

তাড়াশ থানার ওসি ফজলে আশিক জানান, এ ঘটনায় তাড়াশ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। 

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চোখ উপড়ানো নারীর পরিচয় শনাক্ত, ৮ ঘণ্টা পর কথিত প্রেমিক গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলাবাগান থেকে চোখ উপড়ানো নারীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু