হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বর্ষায় প্রাণ ফিরেছে জেলেপল্লিতে, জমে উঠেছে নৌকা তৈরির কাজ 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ষায় নদী, বিলসহ জলাশয়ে বাড়তে শুরু করেছে পানি। নতুন পানিতে কেউ মাছ ধরছে, আবার শিশু-কিশোরেরা মেতেছে জলকেলিতে। এদিকে বর্ষা মৌসুম ঘিরে ব্যস্ততা বেড়েছে জেলেপল্লিতে। কেউ কেউ জাল বুনছেন, কেউ তৈরি করছেন নৌকা। 

বর্ষায় পানি বাড়লে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাতায়াতের একমাত্র বাহন এই নৌকা। মাছও ধরা হয় নৌকায় করে। ফলে এই সময়ে বেড়ে যায় নৌকার কদর। তাই বিভিন্ন এলাকায় নৌকা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মাঝি ও কারিগরেরা। নৌকা তৈরির এমন দৃশ্য চোখে পড়ে উপজেলার বিভিন্ন গ্রাম ও হাট-বাজারে। উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নে সবচেয়ে বেশি নৌকা তৈরি হয়ে থাকে। এ ছাড়া বিভিন্ন হাটেও নৌকা বিক্রি হয়। 

বড়পাঙ্গাসী গ্রামের নৌকা তৈরির কারিগর শহিদ মিয়া বলেন, এক মাস আগে থেকে আমাদের এলাকার নৌকা তৈরি শুরু হয়েছে। ইতিমধ্যে প্রত্যন্ত এলাকা পানিতে প্লাবিত হওয়ায় সেখানকার লোকজন আগে নৌকা কিনতে শুরু করেছেন। 

শহিদ মিয়া আরও বলেন, ‘এবার এখন পর্যন্ত ১৫টি নৌকা তৈরি করেছি। নৌকা তৈরির সামগ্রীর দাম বাড়ায় খরচ বেশি হচ্ছে। এতে গতবার যে নৌকা বিক্রি হয়েছে ৪ হাজার টাকা, এবার সেই নৌকার দাম ৮ হাজার টাকা। ফলে ক্রেতাশূন্য।’ 

উপজেলার দুর্গানগর ইউনিয়ন থেকে নৌকা কিনতে আশা আলমগীর হোসেন বলেন, ‘বন্যার পানি বাড়ায় প্রত্যন্ত অঞ্চলের মানুষের চলাফেরার একমাত্র মাধ্যম হলো নৌকা। তাই আগেভাগেই নৌকা কিনতে এসেছি। তবে গতবারের তুলনায় এবার দাম অনেক বেশি।’ 

উপজেলার বাঙ্গালা ইউনিয়নের হলদার পাড়ার জেলে ওমর ফারুক আজকের পত্রিকা বলেন, বর্তমানে নদী-নালা, খাল-বিলে পানি প্রবেশ করেছে। তাই মাছ ধরার নৌকা মেরামত করা, জাল বোনাসহ যেসব কাজ রয়েছে সেগুলো করা হচ্ছে। আর এসব কাজ করায় জেলেপরিবারে উৎসব বিরাজ করছে। তবে এবার কাঙ্ক্ষিত মাছ পাওয়া যাবে বলে আশায় বুক বেঁধে আছেন জেলেরা।

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চোখ উপড়ানো নারীর পরিচয় শনাক্ত, ৮ ঘণ্টা পর কথিত প্রেমিক গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলাবাগান থেকে চোখ উপড়ানো নারীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

তাড়াশে অবৈধভাবে পুকুর খনন, ঠিকাদারকে জরিমানা

স্ত্রী হত্যার প্রধান আসামি যুবদল নেতা গ্রেপ্তার