হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে বাসচাপায় বিদ্যালয়ের অফিস সহকারীসহ নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি   

অটোরিকশাকে চাপায় দেওয়া বাস। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাসচাপায় অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী।

আজ রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বহুমুখী উচ্চবিদ্যালয়ের অফিস সহকারী রহিজুল ইসলাম (৫৯) ও অটোরিকশাচালক সাহেব আলী (৬১)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি বলেন, দুপুরে ঢাকা থেকে শাহ ফতে আলী নামে একটি যাত্রীবাহী বাস বগুড়ার দিকে যাচ্ছিল। বাসটি সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার চার যাত্রী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে দুজনের মৃত্যু হয়।

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চোখ উপড়ানো নারীর পরিচয় শনাক্ত, ৮ ঘণ্টা পর কথিত প্রেমিক গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলাবাগান থেকে চোখ উপড়ানো নারীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

তাড়াশে অবৈধভাবে পুকুর খনন, ঠিকাদারকে জরিমানা