হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বেলকুচিতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচিতে বাবলু ব্যাপারী হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে নিহতের পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে (বেলকুচি-সিরাজগঞ্জ) আঞ্চলিক সড়কের চালা বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম, সমাজসেবক জিলানী, নিহতের স্ত্রী মরজিনা, মেয়ে লাইলি খাতুন প্রমুখ। 

মানববন্ধনে নিহতের মেয়ে লাইলি খাতুন বলেন, ‘আমার বাবা একজন সহজ-সরল মানুষ ছিলেন। তাঁর কোনো দোষ ছিল না। বিনা কারণে আমার সহজ-সরল বাবাকে ইউপি সদস্য মালেকের নেতৃত্বে হত্যা করা হয়েছে। আমি আর কিছুই চাই না, শুধু আমার বাবাকে যারা বিনা অজুহাতে হত্যা করেছে, তাদের ফাঁসি চাই।’ 

নিহতের স্ত্রী মর্জিনা বলেন, ‘যারা আমার স্বামীকে নৃশংসভাবে হত্যা করেছে, তাদের দ্রুত সময়ে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করছি।’

উল্লেখ্য, গত ২২ এপ্রিল (শুক্রবার) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের তেয়াশিয়া গ্রামে জুমার নামাজ শেষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকার ইউপি সদস্য মালেক ও তার চাচাতো ভাই মুছা গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দেশীয় অস্ত্রের আঘাতে বাবলু ব্যাপারী মারাত্মকভাবে আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হসপিটালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে বাবলু ব্যাপারী হত্যার ঘটনায় নিহতের স্ত্রী মর্জিনা খাতুন বাদী হয়ে দৌলতপুর ইউপি সদস্য মালেককে প্রধান আসামি করে ২২ জনসহ আরও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামি করে বেলকুচি থানায় মামলা করেন। মামলার পর চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে ঢাকায় নেওয়ার পথে চক্র আটক, জরিমানা

সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

গণঅধিকার পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ