হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

গাছের সঙ্গে ধাক্কায় উড়ে গেল বাসের ছাদ, ১ যাত্রী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাসের ছাদ উড়ে গেছে। এতে আল শামীম (২৪) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

আজ সোমবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত আল শামীম পাবনার সুজানগর উপজেলার মধুপুর গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। 

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওয়াদুদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, পাবনা থেকে ঢাকাগামী সি লাইনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-পাবনা মহাসড়কের শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়কের পাশে থাকা গাছে ধাক্কা দেয়। এতে বাসের পুরো ছাদ উড়ে যায়। এ ঘটনায় বাসের যাত্রী আল শামীমসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে আল শামীমের মৃত্যু হয়। ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়েছেন।

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চোখ উপড়ানো নারীর পরিচয় শনাক্ত, ৮ ঘণ্টা পর কথিত প্রেমিক গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলাবাগান থেকে চোখ উপড়ানো নারীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু