হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

স্থায়ী বাসস্থানের দাবি যমুনায় ভিটেমাটিহারা ২০০ পরিবারের

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

স্থায়ী বাসস্থানের দাবিতে শাহজাদপুরে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের কেবল হাটপাচিল এলাকায় প্রমত্তা যমুনায় বিলীন হয়ে গেছে দুই শতাধিক পরিবারের ভিটেমাটি।

গত কয়েক বছরের ভয়াবহ ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে এসব মানুষের আশ্রয়স্থল। এর পর থেকে বাস্তুহারা আশ্রয়হীন মানুষ মানবেতর জীবন যাপন করছে। সরকারি বাঁধের কিনারে, অন্যের জমি ভাড়া নিয়ে বা কোনো পতিত জায়গায় কোনো রকম পলিথিন ও টিনের ছাউনি দিয়ে আশ্রয় নিয়েছে এসব পরিবার। জীবনসংগ্রামে অস্থির নদীর তাণ্ডবে বারবার হোঁচট খাওয়া এসব মানুষ এখন খুব অসহায়। স্থায়ীভাবে মাথা গোঁজার ঠাঁই পেতে সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছে ভিটেমাটিহারা সম্বলহীন দুই শতাধিক পরিবার।

আজ শনিবার সকালে উপজেলার কৈজুরি ইউনিয়নের হাটপাচিল বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর মাথা গোঁজার ঠাঁইয়ের দাবিতে মানববন্ধন করেছে যমুনায় ভিটেমাটিহারা দুই শতাধিক নারী-পুরুষ। এ মানববন্ধনে বক্তব্য দেন যমুনার ভাঙনে বাস্তুহারা আশ্রয়হীন বিধবা মাজেদা খাতুন, জীবন বেওয়া, আজিদা বেগম, মানিক ব্যাপারী, লেদু শেখ প্রমুখ।

এ সময় বিধবা মাজেদা খাতুন জানান, অল্প বয়সেই স্বামীহারা হয়েছেন তিনি। এরপর ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে মানুষের বাড়িতে কাজ করে কোনো রকমে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ভাগ্য বিড়ম্বনায় এই সামান্য সুখও যেন সহ্য করেনি প্রকৃতি। নির্দয় যমুনার করাল গ্রাসে চলে গেছে মাথা গোঁজার ঠাঁই। এখন তিনি অন্যের জায়গায় পলিথিন ও টিনের কোনো রকম ছাউনি দিয়ে আশ্রয় নিয়েছেন। সম্বলহারা এই বিধবা জীবন সায়াহ্নে এসে স্থায়ীভাবে আশ্রয় পেতে চান।

বাস্তুহারা আজিদা বেগম, মানিক ব্যাপারী, লেদু শেখ বলেন, যমুনা সব কেড়ে নিয়েছে তাঁদের। কয়েকবার ভেঙে বাড়িঘর তলিয়ে যাওয়ার পর এখন ক্লান্ত সবাই। অন্যের জায়গা ভাড়া নিয়ে কোনো রকমে আশ্রয় নিলেও সেখানেও ঠিকমতো টাকা না দিতে পারায় জায়গার মালিকেরা তাড়িয়ে দিচ্ছেন। এখন সরকারের কাছে চাওয়া, সহায়-সম্বলহীন মানুষের জন্য মাথা গোঁজার ঠাঁই।

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চোখ উপড়ানো নারীর পরিচয় শনাক্ত, ৮ ঘণ্টা পর কথিত প্রেমিক গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলাবাগান থেকে চোখ উপড়ানো নারীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে যুবকের মৃত্যু

তাড়াশে অবৈধভাবে পুকুর খনন, ঠিকাদারকে জরিমানা

স্ত্রী হত্যার প্রধান আসামি যুবদল নেতা গ্রেপ্তার

সরকারি চাল কালোবাজারি, আটকের পর টাকার বিনিময়ে ছাড়ার অভিযোগ কর্মকর্তার বিরুদ্ধে