হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

স্বামীর কাছে টাকা পাবে বলে ডেকে নিয়ে স্ত্রীকে ধর্ষণ 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১২ (র‍্যাব)-এর সদস্যরা। আজ শুক্রবার সকালে সিরাজগঞ্জ র‍্যাব-১২-এর হেডকোয়ার্টার থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। গ্রেপ্তারকৃতরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নুকালী দক্ষিণপাড়া এলাকার শেরালী হোসেন ওরফে শেরে (৪৮) ও নুকালী পূর্বপাড়া এলাকার ইয়াসিন সরকার (৩৫)। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত শেরালী ও ইয়াসিন শাহজাদপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনের দায়ের করা ধর্ষণ মামলার আসামি। গত ৯ নভেম্বর মামলা হওয়ার পর থেকে তাঁরা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ঈশ্বরপুর গ্রাম থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে তাঁদের শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) আনিস বলেন, ‘গত ৭ নভেম্বর শাহজাদপুর উপজেলার নুকালী এলাকায় এক নারীকে তাঁর স্বামীর কাছে টাকা পাবেন বলে ডেকে নিয়ে যান আসামিরা। পরে তাঁরা ওই নারীকে স্থানীয় একটি স্কুলের বারান্দায় নিয়ে ধর্ষণ করেন বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে র‍্যাব তাঁদের গ্রেপ্তার করে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।’ 

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩