হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

দুর্নীতি-অনিয়মের অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ১২ সদস্যের অনাস্থা

সিরাজগঞ্জ প্রতিনিধি

দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থার প্রস্তাব দিয়েছেন ১২ ইউপি সদস্য। আজ শুক্রবার দুপুরে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান অনাস্থা প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন। 

গতকাল বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশন বরাবর লিখিত অনাস্থা দেন পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের সদস্যরা। এর আগে তাঁরা জরুরি সভা করে চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেন। 

ইউএনও আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগটি পাওয়া গেছে। অনাস্থা প্রস্তাবে ১২ ইউপি সদস্য স্বাক্ষর করেছেন। স্থানীয় সরকার আইন ২০০৯ অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

অনাস্থা প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, দুই বছর চার মাসের মধ্যে চেয়ারম্যান রফিকুল ইসলাম নানা অনিয়মে জড়িয়ে পড়েন। একাধিকবার সতর্ক করার পরও তিনি অনিয়ম করে যাচ্ছেন। ইউপি সদস্যদের কোনো সম্মানী ভাতা না দিয়ে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সভাপতি হয়ে নিজেই টাকা আত্মসাৎ করেছেন। 

ইউপি সদস্য আব্দুল মালেক মণ্ডল জানান, দায়িত্ব পাওয়ার পর থেকেই সরকারি টাকা উন্নয়ন প্রকল্পে ব্যয় না করে আত্মসাৎ করেছেন। এ ছাড়া পরিষদের বিভিন্ন কর্মকাণ্ড সদস্যদের সমন্বয় না করে চেয়ারম্যান একক সিদ্ধান্তে সব কার্যক্রম পরিচালনা করছেন। 

তবে ইউপি সদস্যদের এসব অভিযোগ অস্বীকার করেছেন পাঙ্গাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘ইউপি সদস্যদের অভিযোগ মনগড়া। অভিযোগের কোনো ভিত্তি নেই। বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টাকা ইউপি সদস্যদের ভাগ করে দিতে রাজি না হওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অভিযোগ দেওয়া হয়েছে।’

গণঅধিকার পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক

সিরাজগঞ্জে আগুনে পুড়ে মারা গেল কৃষকের পাঁচটি গরু

সিরাজগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চোখ উপড়ানো নারীর পরিচয় শনাক্ত, ৮ ঘণ্টা পর কথিত প্রেমিক গ্রেপ্তার

সিরাজগঞ্জে কলাবাগান থেকে চোখ উপড়ানো নারীর লাশ উদ্ধার