সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলায় পরিবারের অভাব সামলাতে না পেরে মো. কুদুর প্রামাণিক (৬৫) নামে এক বৃদ্ধ আত্মহত্যা করেছেন। আজ বুধবার ভোরে উপজেলার কামারখন্দের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ পেশায় অটোভ্যানচালক। তিনি ওই এলাকার মৃত. গাজী প্রামাণিকের ছেলে ।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, তিন সদস্যদের পরিবারের অভাব সামলাতে না পেরে বুধবার ভোর সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে পেয়ারা গাছের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
কামারখন্দ থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. জুলহাস হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃদ্ধর মরদেহ ওড়না দিয়ে ডাকা অবস্থায় পেয়েছি। এখন একটু ব্যস্ত আছি পরে বিষয়টির বিস্তারিত জানাতে পারব।