তাড়াশ (সিরাজগঞ্জ): সিরাজগঞ্জ তাড়াশের মহিষলুটিতে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার ভোরে এই দুর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন সাদ্দাম হোসেন (২৮), শামীম হোসেন (৩৫) । নিহত আরেক ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৫ টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের তাড়াশের মহিষলুটি নামক স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রাজশাহীগামী পত্রিকাবাহী লেগুনা ও ডালবোঝাই ট্রাককে পাথর বোঝাই ট্রাক পিছন দিক থেকে চাপা দেয়। এ সময় পত্রিকাবাহী গাড়ীর ড্রাইভার গুরুতর আহত হয়। আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মধ্যে সাদ্দাম হোসেন (২৮) মারা যায় এবং গাড়ীতে থাকা ঔষধ কোম্পানির সেলসম্যান শামীম হোসেন (৩৫) ঘটনাস্থলেই মারা যান।
অপর দিকে ভোর সাড়ে ৫ টার দিকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের ৮ নম্বর ব্রিজে মাছের নছিমনকে সাইড দিতে গিয়ে ট্রাক ও কার্ভাড ভ্যান মুখো-মুখি সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ট্রাকের হেলপার ঘটনা স্থলে মারা যান। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. শাহজাহান আলী বলেন, মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্তের পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।