সিরাজগঞ্জে কথা বলার সময় বিদ্যুতায়িত হয়ে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার এসএস রোডের নীরব আবাসিক হোটেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক পঞ্চগড়ের বোদা থানার তেঁতুলিয়া এলাকার বাসিন্দা। তিনি আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, নীরব আবাসিক হোটেলের বেলকনিতে লোহার পাইপ হাতে নিয়ে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন তিনি। এক সময় লোহার পাইপ ওপরের দিকে ওঠালে ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়ে মারা যান আব্দুর রাজ্জাক।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতাউর রহমান টনি বলেন, ‘আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি রাজ্জাক সিরাজগঞ্জে পেশাগত কাজে এসে নীরব আবাসিক হোটেলে থাকতেন। আজ সকালে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে তাঁর মরদেহ উদ্ধার করেছি।’