হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

এনায়েতপুরে নৌকা থেকে পড়ে ২ জন নিহত, নিখোঁজ ৫ 

প্রতিনিধি, সিরাজগঞ্জ 

সিরাজগঞ্জের খাজা বাবা ইউনুছ আলী এনায়েতপুরী রহমতুল্লাহর মাজার শরীফ থেকে জামালপুরে নৌকা করে আসার পথে যমুনা নদীতে পড়ে দুজনের মৃত্যু এবং মা ও শিশুসহ পাঁচজন নিখোঁজ রয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে নিখোঁজদের সন্ধান শুক্রবার দুপুর পর্যন্ত মেলেনি। 

নিহতরা হলেন, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার পাতাসি গ্রামের জহির উদ্দিনের স্ত্রী ঝালিমন বেগম (৬০) ও দেওয়ানগঞ্জ উপজেলার খুড়মা মধ্য পাড়া গ্রামের জব্বার আলীর স্ত্রী ফুলজান বেগম (৫০)। তাঁদের মরদেহ স্থানীয়রা উদ্ধার করেছে। এ ঘটনায় নিখোঁজ পাঁচজন হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জের খুরমা তোতা মিয়ার ছেলে জাহিদ হোসেন (৮), ওমর আলীর স্ত্রী সুফি বেগম (৫০), মিন্টু হোসেনের স্ত্রী হেলেনা খাতুন (৩০) ও তাঁর ছেলে ইয়াসিন (৬) এবং আব্দুস সাত্তার (৬০)। 

এনায়েতপুর থানার ওসি তদন্ত জাকির হোসেন মোল্লা জানান, জামালপুর থেকে এনায়েতপুর পাক দরবার শরীফে নৌকা যোগে আসছিলেন জাকেরগন। বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে এনায়েতপুর স্পারবাধ সংলগ্ন যমুনা নদীতে আসার পরই নৌকা থেকে বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যায়। তখন অন্যান্যরা তীরে সাঁতরে উঠলেও নিখোঁজ হয় মোট সাতজন। পরে এলাকার লোকজন তাদের মধ্যে দুজনের লাশ উদ্ধার করে। 

এনায়েতপুর থানার ওসি তদন্ত জাকির হোসেন মোল্লা আরও জানান, ভরা যমুনায় নিখোঁজ বাকি ৫ জনের লাশ দক্ষিণ দিকে ভেসে যেতে পারে। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। 

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩