হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

মাটিকাটার শ্রমিক আলী হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা কালাশিংবাড়ী গ্রামের চাঞ্চল্যকর মাটিকাটার শ্রমিক আলী হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় কৃষক আব্দুল খালেক, আব্দুল কুদ্দুস, রমজান প্রামাণিক, নিহত আলী মিয়ার স্ত্রী সুফিয়া খাতুন প্রমুখ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘গত ১৪ মার্চ পশ্চিম রামকৃষ্ণপুরে রাস্তায় সরকারি কাজের মাটি ফেলার সময় কথা-কাটাকাটির একপর্যায়ে এলাকার প্রভাবশালী নাজমুল ইসলাম দোলা, শরিফুল ইসলামসহ ছয়জনের উপর্যুপরি মারধরের কারণে মারা যান শ্রমিক আলী। এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে থানায় মামলা হলেও অজ্ঞাত কারণে কাউকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি। বরং আসামিরা মামলা তুলে নিতে ভয়ভীতি দেখান। এ অবস্থায় আমরা অসহায় হয়ে পড়েছি। প্রশাসনের কাছে দাবি, দ্রুত আসামিদের আটক করে বিচারের মাধ্যমে ফাঁসির রায় কার্যকর করা হোক।’ মানববন্ধন শেষে তিন শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ মিছিল করেন। 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা উল্লাপাড়া থানার পুলিশ পরিদর্শক (এসআই) সাহেব গনি জানান, ‘আমরা আলী হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি দ্রুতই আসামিদের আটক করতে সক্ষম হব।’ 

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে ঢাকায় নেওয়ার পথে চক্র আটক, জরিমানা

সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

গণঅধিকার পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক