হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় সাবেক এমপির নামে মামলা, গ্রেপ্তার ২

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম আকবর আলীসহ উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রাজ্জাক সন্টু, শাহাদত হোসেন এবং অজ্ঞাত ৩৫ জনের বিরুদ্ধে থানায় ভয়ভীতি প্রদর্শন ও ভাঙচুরের অভিযোগে মামলা হয়েছে। গতকাল সোমবার রাতে সেই মামলায় মো. শাহাদত হোসেন (৪৫) এবং আব্দুর রাজ্জাক সন্টুকে (৫৮) গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা-পুলিশ। আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে। 

জানা যায়, দীর্ঘদিন পর গত শনিবার বিএনপি নেতা এম আকবর আলী ও তাঁর সহযোগীরা মিলে উল্লাপাড়া বিজ্ঞান কলেজে প্রবেশ করেন। ওই কলেজটি এম আকবর আলীর প্রতিষ্ঠিত। এ সময় আধিপত্য বিস্তার নিয়ে আকবর আলী ও তাঁর সহযোগীদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের বাগ্‌বিতণ্ডার সৃষ্টি হয়। এ ঘটনায় উল্লাপাড়া বিজ্ঞান কলেজের অভিভাবক সদস্য মো. জাহিদুজ্জামান কাকন রোববার উল্লাপাড়া মডেল থানায় তাঁদের নামে ভয়ভীতি প্রদর্শন ও ভাঙচুরের মামলা করেন। 

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের নামে থানায় ভয়ভীতি প্রদর্শন ও ভাঙচুরের মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। 

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩

শাহজাদপুরের হত্যা মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জে গোপনে ঘোড়া জবাই করে ঢাকায় নেওয়ার পথে চক্র আটক, জরিমানা

সিরাজগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ২

গণঅধিকার পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার

হামলা-ভাঙচুরকারীরা হাদির আদর্শের অনুসারী হতে পারে না: কনকচাঁপা

ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত

যমুনার ভাঙনে সর্বস্ব হারিয়ে আশ্রয়ের খোঁজে আব্দুল রাজ্জাক দম্পতি

সিরাজগঞ্জে সালিসি বৈঠকে শ্বশুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ দুই মাদক কারাবারি আটক