সিরাজগঞ্জ: সলঙ্গার রামকৃষ্ণপুর ইউনিয়নের শুত্রাহাটি বাজারের পাশে নছিমন দুর্ঘটনায় দুই ভাই নিহত হয়েছে। নিহত দুজন হলেন- উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের প্রতাপ গ্রামের মৃত হারান খানের ছেলে ওসমান আলী (৫৫) ও নূর ইসলাম (৪০)। গতকাল শনিবার সন্ধ্যায় শুত্রাহাটি বাজারের কালিকাপুর গ্রামের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রায়গঞ্জের চান্দাইকোনা বাজার থেকে গরু কিনে আসার পথে কালিকাপুর গ্রামের রাস্তায় নছিমন উল্টে যায়। এতে গুরুত্বর আহত দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জিলানী জানান, নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।