হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় বেড়েছে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য, ভোগান্তীতে রোগীরা  

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে কর্তৃপক্ষের বিধিনিষেধ উপেক্ষা করে বিভিন্ন ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা ভিড় করছে। যার কারণে সাধারণ রোগীর চিকিৎসা কার্যক্রম মারাত্মক ভাবে ব্যাহত হচ্ছে। রোগী দেখার সময় ওই ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ডাক্তারদের রুমে ঢুকে অনেক সময় নেয়। আর এদিকে অসহায় রোগী ও তাদের স্বজনরা বাইরে দাঁড়িয়ে থাকেন সিরিয়ালের জন্য।  

সরেজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালের ভেতরে গেটের সামনে দাঁড়িয়ে রোগীদের কাছ থেকে ডাক্তারি ব্যবস্থাপত্র তাদের কোম্পানির ওষুধ লিখেছে কিনা তা দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছে কোম্পানির লোকেরা।  উল্লাপাড়া (সদর) ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসক নাজমুল বারীর চেম্বারের সামনে এমন চিত্র দেখা যায়। রোগীর চেয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় অনেক বেশি। হাসপাতালের করিডোর, কর্তব্যরত চিকিৎসকের চেম্বারের সামনে ও গেটের সামনে কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা জটলা বেঁধে আছে।   

বেশির ভাগ কর্তব্যরত চিকিৎসকদের চেম্বার বিক্রয় প্রতিনিধি দখলে থাকায় চিকিৎসা সেবা প্রত্যাশী সাধারণ রোগীদের ঘণ্টার পর ঘণ্টা বাইরে অপেক্ষার বিড়ম্বনায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে জানিয়েছেন বেশ কয়েকজন রোগী। তাঁরা এর প্রতিকার প্রত্যাশা করেন।    

এ বিষয়ে উল্লাপাড়া (সদর) ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আর এম ও ডা. ফিরোজ তালুকদার বলেন, ওষুধ কোম্পানির প্রতিনিধিদের এর আগেও লিখিত নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তারা কেন মানছে না বুঝতে পারছি না। বিষয়টা আবারও লিখিত ভাবো জানানো হবে। 

ডা. ফিরোজ তালুকদার আরও বলেন, সরকারি সময় সূচি অনুযায়ী ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি ডাক্তারের চেম্বার ভিজিট করতে পারে না। তারপরও কেন তারা রোগী দেখার সময় এ আচরণ করছেন এ বিষয়ে তাদেরকে ডেকে সতর্ক করে দেওয়া হবে।

ডা. নাজমুল বারী এ বিষয়ে বলেন তাঁদের আবারও সতর্ক কওরে দেওয়া হবে। তাঁর চেম্বারে এমন ভিড় হবে না বলেও জানিয়েছেন তিনি।

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩