হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বেলকুচিতে নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের বেলকুচি পৌর কামারপাড়া গ্রামে নিজ ঘর থেকে গৌরাঙ্গ ঘোষ ও তাঁর স্ত্রী তমা ঘোষের মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার বিকেলে গৌরাঙ্গ ঘোষের চাচাতো ভাই কৃষ্ণ ঘোষ এ মামলাটি করেন। 

এর আগে, গত শুক্রবার দুপুরের দিকে বেলকুচি পৌর কামারপাড়া গ্রামের ঘোষপাড়া নিজ ঘর থেকে গৌরাঙ্গ ঘোষ ও তাঁর স্ত্রী তমা ঘোষের মরদেহ উদ্ধার করে থানা-পুলিশ। এ সময় পুলিশ জানায়, প্রাথমিকভাবে তমার শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া না গেলেও গলাতে স্পষ্ট দাগ দেখা যায়। ধারণা করা হচ্ছে, তমাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অন্যদিকে গৌরাঙ্গর দুহাতের কবজির রগ কাটা এবং গলার ওপরে থুতনির নিচে আঘাতের চিহ্ন রয়েছে। 

মৃত্যুরহস্য উদ্‌ঘাটন করতে আলামত সংগ্রহ করেছে সিআইডি ও পিবিআই। 

বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, নিহতের চাচাতো ভাই কৃষ্ণ ঘোষ অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। 

সিরাজগঞ্জ বেলকুচি সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার সিদ্দিক আহম্মেদ বলেন, গুরুত্ব দিয়ে এই মামলাটির তদন্ত চলছে। ময়নাতদন্তে রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩