হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

এক পরিবারের তিনজনকে অজ্ঞান করে ঘরে লুটপাট

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

ঘর থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কামারখন্দে এক ব্যবসায়ীর বাড়িতে পরিবারের তিন সদস্যকে অজ্ঞান করে লুটপাট চালানোর অভিযোগ উঠেছে। উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের পেছরপাড়া গ্রামে সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন স্থানীয় ব্যবসায়ী ফিরোজ আলী (৩৫), তার স্ত্রী সোনিয়া খাতুন (৩০) এবং মেয়ে রাকা খাতুন (১৪)।

আজ মঙ্গলবার সকালে স্থানীয়রা তাদের সবাইকে ঘরের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে তিনজনকে অচেতন করে মূল্যবান মালামাল লুট করে। ঘরের ভেতরের আসবাব ও জিনিসপত্র তছনছ করা হয়েছে। তবে কেউ পুরোপুরি সুস্থ না হওয়ায় এখনও লুট হওয়া সম্পদের পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে গেছে।

ভুক্তভোগী ফিরোজ আলীর ভাই জাহিদুল ইসলাম বলেন, সকালে সবাইকে অচেতন অবস্থায় স্থানীয়দের সহায়তায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো জ্ঞান ফেরেনি।

এ ঘটনায় এখনও থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে খবর পেয়ে কামারখন্দ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রব আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভুক্তভোগীরা এখনো অচেতন থাকায় কী কী মালামাল চুরি হয়েছে তা জানা যায়নি। ঘটনাস্থলে গিয়ে আমরা জানালার গ্রিল কাটা পেয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩