হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

টানা বৃষ্টিতে নাকাল উল্লাপাড়াবাসী

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন সড়কে পানি জমে গেছে, জনজীবনে সৃষ্টি হচ্ছে ভোগান্তি। জরুরি প্রয়োজনে বাইরে যাওয়াও এলাকাবাসীর জন্য কঠিন হয়ে পড়েছে। আরও এক সপ্তাহ এমন বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। 

আগামী ১১ আগস্ট পর্যন্ত লকডাউন চলবে। তবে অনেকেই লকডাউন উপেক্ষা করে বৃষ্টির মাঝেই বাইরে আসছেন। এরই মধ্যে সড়কে যানবাহন চলছে। এসব যানবাহনে স্বাস্থ্যবিধি না মেনেই লোকজনকে চলাচল করতে দেখা গেছে। 

পৌর শহরের ভ্যান চালক বড়হর গ্রামের শাহাদত হোসেন বলেন, একদিকে লকডাউন অন্যদিকে কয়েক দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে কাজ করতে পারি না। আবার কাজে বের হলেও ভ্রাম্যমাণ আদালতে জরিমানা দিতে হয়। আজ অটো ভ্যান নিয়ে বের হয়েছি কিন্তু সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সব আশা শেষ হয়ে গেছে। সকাল থেকে পৌর শহরের পুরোনো বাসস্ট্যান্ডে ভ্যানের সিরিয়ালে বসে আছি কিন্তু কোন যাত্রী নেই। এই বৃষ্টিতে অটো ভ্যানে কেউ উঠতে চায় না। এ জন্য আমাদের ভাড়াও হয় না। সকাল থেকে এখন পর্যন্ত ২ শ টাকা কামাই করেছি। এমন না হলে আজকে হাজার টাকার মত ইনকাম করে বাড়ি ফিরতাম। 

এদিকে আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, আজকে চলনবিল অধ্যুষিত এলাকায় ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আরও ১ সপ্তাহ থাকতে পারে বলেও জানান তিনি। 

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩