হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় ১৩ জনের কাছ থেকে পাঁচ হাজার টাকা আদায়

প্রতিনিধি, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) 

কঠোর লকডাউন কার্যকর হওয়ার পর মাত্র ৬ ঘণ্টায় বিধিনিষেধ না মানায় উল্লাপাড়ায় ১৩ জনের কাছ থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার উল্লাপাড়া পৌর শহরে সকাল থেকে রাস্তায় দু-একটি রিকশা-ভ্যান বের হলেও লোকসমাগম একেবারেই কম ছিল।

এরই মধ্যে উপজেলার বিভিন্ন সড়কে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বাহিনীর সদস্যদের অভিযান ছিল চোখে পড়ার মতো। এ সময় সরকারি বিধিনিষেধ না মানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৩ জনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকরী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, ‘সরকার ঘোষিত লকডাউন সঠিকভাবে কার্যকর করতে আমরা মাঠে আছি। সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধি করতে পাড়া–মহল্লায় গিয়ে হ্যান্ডমাইক দিয়ে প্রচারণা চালানো হচ্ছে।’ 

উপজেলা প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ উপজেলা শহর ও প্রত্যন্ত অঞ্চলে যৌথভাবে টহল দিচ্ছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করেন এবং দিনমজুর, দরিদ্র ও অসহায় মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩