হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে আগুন, মালামাল পুড়ে ছাই

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ট্রাকে থাকা মালামাল। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

আজ রোববার সকাল ৬টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জের পাচিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, ‘সকালে ঢাকা থেকে ট্রান্সপোর্ট এজেন্সির মালবাহী একটি ট্রাক বগুড়ায় যাচ্ছিল। ট্রাকটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে পাচিল বাজার এলাকায় পৌঁছালে চালক ট্রাকের মধ্যে আগুনের ধোঁয়া দেখতে পান। ট্রাকের চালক, হেলপার ও স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।’ 

স্টেশন অফিসার আরও বলেন, ‘ট্রাকের মধ্যে ট্রান্সপোর্ট এজেন্সির বই, জামা, প্যান্ট, রং, মবিলসহ বিভিন্ন মালামাল ছিল। মবিল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের ক্ষয়ক্ষতি নির্ণয় করা সম্ভব হয়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা-ও জানা যায়নি। তদন্ত করে বলা হবে।’ 

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩