হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বাবার সামনে অটোরিকশার চাপায় প্রাণ গেল স্কুলছাত্রের

সিরাজগঞ্জ প্রতিনিধি

বাবার সামনে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় সিফাত রহমান (৮) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ অটোরিকশাটি জব্দ করলেও চালক পালিয়েছেন।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার বাহির গোলা মহল্লার পাঠশালা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিফাত সদর উপজেলা খোকশাবাড়ী গ্রামের আব্দুল আল মামুনের ছেলে ও পাঠশালা স্কুলের প্রথম শ্রেণির ছাত্র।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও সিএনজিচালিত অটোরিকশার টোল সংগ্রহকারী জুলহাস সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘সকাল আটটার দিকে ওই শিশুকে তার বাবা স্কুলের উল্টো দিকের রাস্তায় নামায়ে দিয়ে দাঁড়িয়ে ছিল। পরে শিশুটি রাস্তা পার হওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। শিশুটি এখানেই পড়ে গিয়ে মাথা থেঁতলে যায়। সেখানেই মারা যায়।’

পুলিশ ও নিহতের পরিবার বলছে, সকালে বাড়ি থেকে বাবার সঙ্গে মোটরসাইকেলযোগে পৌর এলাকার বাহির গোলা পাঠশালা স্কুলে যাচ্ছিল শিশু সিফাত। স্কুলের সামনে পৌঁছে রাস্তা পার হচ্ছিল সে। এ সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা সিফাতকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির আজকের পত্রিকাকে জানান, খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এই ঘটনায় অটোরিকশাটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়। অটোরিকশার ধাক্কায় সিফাত রহমান নামের স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে। 

তুচ্ছ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জে সাংবাদিকের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ

কামারখন্দে শিয়ালের কামড়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জের ৬ আসন: কেউ কোটিপতি, কারও বার্ষিক আয় লাখ টাকা

বাবার মৃত্যুসংবাদ পেয়েও পরীক্ষা দিলেন মেয়ে

যমুনা রেলসেতু-ঈশ্বরদী রেলপথে একাধিক স্থানে রেলহেডে ভাঙন

সিরাজগঞ্জের কলেজছাত্র হত্যা মামলার প্রধান আসামি সাভার থেকে গ্রেপ্তার

৭০০ কেজি ভেজাল গুড় ধ্বংস

নারী কর্মীদের ‘ড্রয়িংরুম বৈঠক’, জামায়াত নেতাকে ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে কলেজছাত্রকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় আটক ৩