সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমিকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।
রোববার (১ জুন) বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার নয়ন মোড়ে এক আত্মীয়র বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। ওই বাড়িতে তিনি আত্মগোপনে ছিলেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ নেতাকে উল্লাপাড়া মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।