সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বালুভর্তি ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলা পরিষদের আগমনী গেট-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাব্বির হোসেন (১৮) নিশিবয়ড়া গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। আহতরা হলেন একই গ্রামের রুহুল আমিনের ছেলে ফয়সাল আকন্দ (২১) ও জয়নাল খানের ছেলে স্বপ্ন খান (২৪)। তাঁদের মধ্যে একজনকে ঢাকা পঙ্গু হাসপাতালে, আরেকজনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, গতকাল বুধবার রাত ৯টার দিকে সাব্বির হোসেনের মোটরসাইকেল মুকুন্দগাঁতী বাজারের দিকে যাচ্ছিল। এমন সময় মুকুন্দগাঁতী থেকে একটি বালুভর্তি ট্রাক সিরাজগঞ্জের দিকে যাওয়ার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী তিনজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে ঢাকায় নেওয়ার পথে সাব্বির হোসেন মারা যান। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন। ট্রাকটি আটক করে থানা হেফাজতে আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।