সিরাজগঞ্জের রায়গঞ্জে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে খগেন চন্দ্র মাহাতো (৪৫) নামের এক মোটরসাইকেলের চালক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে সিরাজগঞ্জের ভূঁইয়াগাতী পল্লী বিদ্যুতের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খগেন চন্দ্র মাহাতো রায়গঞ্জ উপজেলার উত্তর ফরিদপুর গ্রামের বাসিন্দা। তিনি সমাজসেবা নামক একটি ক্লিনিকে কর্মরত ছিলেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, সকালে ভূঁইয়াগাতী পল্লী বিদ্যুতের পাশে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক খগেন চন্দ্র মাহাতো নিহত হন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।