সিরাজগঞ্জের শাহজাদপুরে ভ্যানচালক সাদ্দাম হোসেনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোরে সরিষাকোল দক্ষিণপাড়া গ্রামের কাঁঠালগাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাদ্দাম পৌর সদরের চালা শাহজাদপুর মহল্লার ইছহাকের ছেলে।
স্থানীয়রা জানান, ওই গ্রামের রাজ্জাক হাজির বাড়ির কাঁঠালগাছের সঙ্গে গলায় ফাঁস লাগানো সাদ্দামের ঝুলন্ত মরদেহ দেখেন ওই বাড়ির সদস্যরা। পরে পুলিশে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে বিস্তারিত জানা যাবে।