সিরাজগঞ্জের বেলকুচিতে তিন সন্তানের জননী সুমা খাতুন (৪০) ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে। সুমা খাতুন চনন্দগাঁতী ব্যাপারীপাড়ার শাহা আলম মিয়ার স্ত্রী।
স্থানীয় ও পরিবারসূত্রে জানা যায়, প্রতিদিনের মতো স্বাভাবিকভাবেই বাড়ির উঠানে কাজকর্ম করছিলেন সুমা খাতুন। ছেলে শুভ বেলা ২টার দিকে স্কুল থেকে বাড়িতে এসে দেখে মা ঘরে আড়ার সঙ্গে ফাঁস দিয়ে ঝুলে আছে। মায়ের ঝুলন্ত মরদেহ দেখে ছেলে চিৎকার শুরু করলে প্রতিবেশীসহ পরিবারের লোকজন এগিয়ে আসে। পরে পুলিশে খবর দেওয়া হয়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে বলেন, আত্মহত্যার ঘটনা শোনার পরে মরদেহটি উদ্ধার করা হয়েছে। পরিবারের কারও অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
ওসি আরও বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।